ঢাকা: রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আড়াই কেজি স্বর্ণ জব্দ করেছে পুলিশ।
এ ছাড়া এ স্বর্ণ বহনের অভিযোগে দুই ট্রেনযাত্রীকেও আটক করা হয়েছে।
মঙ্গলবার দুপুর একটার দিকে এ স্বর্ণ জব্দ ও তাদের আটক করা হয়। আটকরা হলেন- রাখাল (৫২) ও বিজয় (৪২)।
আটকরা তুর্ণা-নিশিথা এক্সপ্রেসে চট্টগ্রাম থেকে ঢাকা আসেন।
এ বিষয়ে কমলাপুর রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, চট্টগ্রাম থেকে স্বর্ণ নিয়ে আসার গোপন খবর পেয়ে তাদের তল্লাশি করে এ স্বর্ণ জব্দ ও তাদের আটক করা হয়।
এ ঘটনায় কমলাপুর রেলওয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ১৩৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫