ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

কমলাপুরে আড়াই কেজি স্বর্ণ জব্দ, আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫
কমলাপুরে আড়াই কেজি স্বর্ণ জব্দ, আটক ২ ফাইল ফটো

ঢাকা: রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আড়াই কেজি স্বর্ণ জব্দ করেছে পুলিশ।

এ ছাড়া এ স্বর্ণ বহনের অভিযোগে দুই ট্রেনযাত্রীকেও আটক করা হয়েছে।



মঙ্গলবার দুপুর একটার দিকে এ স্বর্ণ জব্দ ও তাদের আটক করা হয়। আটকরা হলেন- রাখাল (৫২) ও বিজয় (৪২)।

আটকরা তুর্ণা-নিশিথা এক্সপ্রেসে চট্টগ্রাম থেকে ঢাকা আসেন।

এ বিষয়ে কমলাপুর রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, চট্টগ্রাম থেকে স্বর্ণ নিয়ে আসার গোপন খবর পেয়ে তাদের তল্লাশি করে এ স্বর্ণ জব্দ ও তাদের আটক করা হয়।

এ ঘটনায় কমলাপুর রেলওয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৩৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।