ঢাকা: ঢাকায় নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা স্টিফেন্স ব্লুম বার্নিকাট সহিংসতা বন্ধে সকল পক্ষের ভূমিকার আহবান জানিয়েছেন।
মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র মন্ত্রী এএইচ মাহমুদ আলীর সঙ্গে সাক্ষাত শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
গণতান্ত্রিক মত প্রকাশের সুযোগ দিতে সহিংসতা বন্ধ হওয়া জরুরি বলেও জানান তিনি।
এ সময় রাজনৈতিক পরিস্থিতি সত্যিই বেদনাদায়ক বরে উল্লেখ করেন মার্শা বার্নিকাট।
তিনি বলেন, বাংলাদেশ গণতন্ত্র আশির্বাদপুষ্ট দেশ এবং এর গণতন্ত্রে মতবিরোধ নিরসনের সুযোগ প্রয়োজন। তাই সহিংসতা বন্ধে সকল পক্ষকে ভুমিকা রাখার ওয়াশিংটনের আহবানকে আমি পুনর্ব্যক্ত করছি।
ঢাকার আসার পরপরই পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাত পেয়ে সন্তোষ প্রকাশ করেন তিনি।
বৈঠকে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক কিভাবে আরো গভীর এবং বিস্তৃত করা যায় সেসব বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান বার্নিকাট।
তিনি বলেন, দুপক্ষই দ্বিপাক্ষিক সম্পর্ককে আরো বৃদ্ধি করতে প্রতিশ্রুতিবদ্ধ।
এর আগে বার্নিকাট সোমবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, রোববার পররাষ্ট্র সচিব মো. শহীদুল হকের সঙ্গে সাক্ষাত করেন।
গত ২৫ জানুয়ারি ড্যান মজীনার স্থলাভিষিক্ত হয়ে ঢাকা আসেন বার্নিকাট। ৪ ফেব্রুয়ারি তিনি রাষ্ট্রপতির কাছে তার পরিচয়পত্র পেশ করেন। ঢাকায় আসার পর পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে এটিই তার প্রথম সাক্ষাত।
** কূটনৈতিক এলাকায় রাজনৈতিক কর্মকাণ্ডে বার্নিকাটের উদ্বেগ
বাংলাদেশ সময়: ১৪২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫