ঢাকা: মুক্তিযোদ্ধা, প্রবীণ রাজনীতিবিদ এবং বরেণ্য আইনজীবী বদিউল আলমের ১২তম মৃত্যুবার্ষিকী ১০ ফেব্রুয়ারি। এ উপলক্ষে তার পরিবারের পক্ষে দেশবাসীর কাছে দোয়া কামনা করা হয়েছে।
অ্যাডভোকেট বদিউল আলম স্মৃতি পরিষদসহ চট্রগ্রাম জেলা বার অ্যাসোসিয়েশনের আয়োজনে ১২ই ফেব্রুয়ারি বাদ আসর দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
বদিউল আলম ১৯২৬ সালে চন্দনাইশ থানার ফতেনগর গ্রামে শিকদার পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৪৬ সনে গ্রাজ্যুয়েশন লাভ করেন, পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কৃতিত্বের সাথে এল.এল.বি ডিগ্রি অর্জন করেন। তিনি মুক্তিযুদ্ধকালীন চট্রগ্রাম জেলা আওয়ামী লীগের সভাপতি ও পরবর্তীতে জাতীয় সমাজতান্ত্রিক দল(জাসদ)- এর চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতির দায়িত্ব পালন করেন।
মুক্তিযুদ্ধ পরবর্তীতে ১৯৭২সনে তিনি চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সহ-সভাপতি ও ১৯৮১ সনে সভাপতি পদে অধিষ্ঠিত ছিলেন।
নিজ গ্রাম ফতেনগরে ব্যক্তিগত উদ্যোগে তিনি শরীফুন্নেসা নজির উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয় ও একটি প্রাইমারি স্কুল, একটি মাদ্রাসা ও তৎসংলগ্ন একটি লাইব্রেরি প্রতিষ্ঠা করেন।
বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫