ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

বাবুগঞ্জে হাজার বোতল ফেনসিডিল, আটক ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫
বাবুগঞ্জে হাজার বোতল ফেনসিডিল, আটক ৩ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরিশাল: বরিশালের বাবুগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে সবজিবাহী ট্রাক থেকে হাজার বোতল ফেনসিডিলসহ তিনজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৮ এর সদস্যরা।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে বরিশাল-ঢাকা মহাসড়কে বাবুগঞ্জের রহমতপুর এলাকায় এ অভিযান চালানো হয়।



আটক ব্যক্তিরা হলেন-মো. মিন্টু মিয়া (২০), মো. মনির হোসেন (২৫) ও মো. এরশাদ (২৩)। তাদের বাড়ি চুয়াডঙ্গা জেলায়।

র‌্যাব-৮ এর সিপিএসসির কমান্ডার ক্যাপ্টেন আবুল বাশার জানান, সকালে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল মহাসড়কের রহমতপুর এলাকায় সবজিবাহী একটি ট্রাকে তল্লাশি চালায়। এসময় ট্রাক থেকে একটি গ্যালনে ৩৫ লিটার ও ৬৯০ বোতলসহ মোট এক হাজার ৪০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। এছাড়া এসময় ট্রাকে থাকা তিনজনকে আটক করে র‌্যাব। ট্রাকটি চুয়াডঙ্গা থেকে বরিশালের দিকে আসছিল।

বাংলাদেশ সময়: ১৪৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।