বরিশাল: বরিশালের বাবুগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে সবজিবাহী ট্রাক থেকে হাজার বোতল ফেনসিডিলসহ তিনজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৮ এর সদস্যরা।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে বরিশাল-ঢাকা মহাসড়কে বাবুগঞ্জের রহমতপুর এলাকায় এ অভিযান চালানো হয়।
আটক ব্যক্তিরা হলেন-মো. মিন্টু মিয়া (২০), মো. মনির হোসেন (২৫) ও মো. এরশাদ (২৩)। তাদের বাড়ি চুয়াডঙ্গা জেলায়।
র্যাব-৮ এর সিপিএসসির কমান্ডার ক্যাপ্টেন আবুল বাশার জানান, সকালে গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল মহাসড়কের রহমতপুর এলাকায় সবজিবাহী একটি ট্রাকে তল্লাশি চালায়। এসময় ট্রাক থেকে একটি গ্যালনে ৩৫ লিটার ও ৬৯০ বোতলসহ মোট এক হাজার ৪০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। এছাড়া এসময় ট্রাকে থাকা তিনজনকে আটক করে র্যাব। ট্রাকটি চুয়াডঙ্গা থেকে বরিশালের দিকে আসছিল।
বাংলাদেশ সময়: ১৪৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫