ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

সহিংসতার প্রতিবাদে খুলনায় পেশাজীবী পরিষদের বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫
সহিংসতার প্রতিবাদে খুলনায় পেশাজীবী পরিষদের বিক্ষোভ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা: ‘জ্বলছে মানুষ পুড়ছে দেশ, গর্জে ওঠো বাংলাদেশ’ শ্লোগান নিয়ে দেশব্যাপী সহিংসতার প্রতিবাদে খুলনায় বিক্ষোভ সমাবেশ করেছে পেশাজীবী সমন্বয় পরিষদ।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর শিববাড়ি মোড়ের এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।



সমাবেশে সভাপতিত্ব করেন পেশাজীবী সমন্বয় পরিষদ খুলনার সভাপতি এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর।

বিক্ষোভ সমাবেশে শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতারা বক্তব্য রাখেন।  

বক্তারা বলেন, হরতাল- অবরোধের নামে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট পেট্রোল বোমা মেরে ও ট্রেনের ফিশপ্লেট তুলে একের পর এক দুর্ঘটনা ঘটাচ্ছে। এতে প্রতিনিয়ত প্রাণহানির ঘটনা ঘটছে।

এসময় বক্তারা নাশকতামূলক এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে সর্বস্তরের মানুষকে রুখে দাঁড়ানোর জন্য আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১৫০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।