ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

সিলেট মেডিকেলে ৩২ জনের মৃত্যু স্বাভাবিক

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫
সিলেট মেডিকেলে ৩২ জনের মৃত্যু স্বাভাবিক স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহেদ মালিক

ঢাকা: সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১০ শিশুসহ ৩২ জনের মৃত্যুর ঘটনা স্বাভাবিক বলে দাবি করেছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহেদ মালিক। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।



প্রতিমন্ত্রী বলেন, ঘটনা তদন্তে স্বাস্থ্য অধিদফতর ছাড়াও মন্ত্রণালয় থেকে আরেকটি তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।

প্রতিমন্ত্রী জানান, প্রতিদিন দুই হাজার রোগী এ হাসপাতালে আসেন। এরমধ্যে ১২ থেকে ১৫ জনের মৃত্যু হয়। তবে হরতাল-অবরোধের কারণে অনেক রোগী দেরিতে শেষ আসছেন, সে কারণে মৃত্যুর ঘটনা বাড়তে পারে।   

মৃত্যর ঘটনা স্বাভাবিক দাবির পক্ষে ব্যাখ্যা দিয়ে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক দীন মোহাম্মদ ৩২ জনের মৃত্যুর কারণ তুলে ধরেন।

মহাপরিচালক জানান, গর্ভাবস্থায় শ্বাসকষ্টের কারণে চার শিশু, অপুষ্টি ও ব্লাড ইনফেকশনে তিন, কৃমি রোগে এক, ডায়রিয়া ও নিউমোনিয়ায় দুইজন শিশু মারা গেছে।

এছাড়া স্থানীয় দুই গ্রামের সংঘর্ষের কারণে পাঁচ, ব্রেন স্ট্রোক করে চার, হার্ট অ্যাটাক করে পাঁচজনের মৃত্যু হয়। আর ডায়াবেটিক, রক্তশূন্যতা, দুর্টনায় আটজনসহ আরও ২২ জনের মৃত্যু হয়েছে।

মহাপচিালক বলেন, তার পরেও আমরা মৃত্যুর ঘটনার খোঁজ নিচ্ছি। একজন যুগ্ম সচিবের নেতৃত্বে তিন সদস্যের একটি কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। এ কমিটি ঘটনাস্থলে গিয়ে তদন্ত করবে। কমিটি সাত দিনের মধ্যে প্রতিবেদন দেবে।

এছাড়া স্থানীয়ভাবেও একটি কমিটি গঠন করা হয়েছে বলে জানান স্বাস্থ্য মহাপরিচালক।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫

** ওসমানীতে ১০ শিশুসহ ৩২ জনের মৃত্যু, ভুল চিকিৎসার অভিযোগ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।