গাজীপুর: চলমান রাজনৈতিক সহিংসতা নিরসনে সংলাপের দাবি জানিয়ে অবস্থান কর্মসূচি পালন করেছে নাগরিক ঐক্য।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ওই কর্মসূচি পালিত হয়।
নাগিরক ছাত্র ঐক্য নেতা তানভীর আহমেদের পরিচালনায় কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের কেন্দ্রীয় নেতা শহীদুল্লাহ কাউছার, মাহমুদা জিন্নাত বিথী, মাহমুদ জামাল কাদেরী, শফিকুর রহমান হিরু, নাগরিক ছাত্র ঐক্যের কেন্দ্রীয় আহ্বায়ক নাজমুল হোসেন, গাজীপুর মহানগর নেতা আনোয়ার হোসেন চৌধুরী, আমজাদ হোসেন প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৪৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫।