ঢাকা: বিচারিক কাজে গতিশীলতা আনতে সুপ্রিম কোর্টের জন্য একজন রেজিস্ট্রার জেনারেল এবং আলাদা করে আপিল বিভাগের জন্য একজন রেজিস্ট্রার চান প্রধান বিচারপতি এসকে সিনহা।
সুপ্রিম কোর্টের প্রশাসনিক কাজের জন্য ১১টি নতুন পদ সৃষ্টির সুপারিশ করে এসকে সিনহার একটি প্রস্তাব সম্প্রতি আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
সুপ্রিম কোর্টের উভয় বিভাগের জন্য একজন রেজিস্ট্রার জেনারেল, আপিল বিভাগের একজন রেজিস্ট্রার, রেজিস্ট্রার জেনারেলের একান্ত সচিব, আপিল বিভাগের রেজিস্ট্রারের ব্যক্তিগত কর্মকর্তা, দুইজন ড্রাইভার এবং রেজিস্ট্রার অফিসের জন্য চারজন দাপ্তরিক কর্মচারীসহ ১১টি পদ সৃষ্টির কথা প্রস্তাবে উল্লেখ করা হয়েছে।
সুপারিশে বলা হয়েছে, সর্বোচ্চ আদালতের প্রশাসনিক কাজ সুষ্ঠুভাবে করার জন্য নতুন এই পদগুলো দরকার। একই সঙ্গে আদালতের কাজের গতি বাড়ানো , মামলার জট কমানো ও বিচারপ্রার্থীদের সুবিধার্থে পদগুলো সৃষ্টির জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়েছে।
প্রধান বিচারপতির এ প্রস্তাব কার্যকর হলে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারই হবেন রেজিস্ট্রার জেনারেল।
প্রধান বিচারপতির প্রস্তাব যদি আইন মন্ত্রণালয় অনুমোদন করে, তাহলে এটি জনপ্রশাসন মন্ত্রণালয়ে যাবে। এরপর অর্থ মন্ত্রণালয় অনুমোদনের পর আইন মন্ত্রণালয় নতুন পদ সৃষ্টির গেজেট জারি করবে।
সুপ্রিম কোর্ট সূত্রে জানা গেছে, দেশের ২১তম প্রধান বিচারপতি হিসেবে গত ১২ জানুয়ারি নিয়োগ পান আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা (এসকে সিনহা)। এরপর তিনি বিচার বিভাগের মর্যাদা রক্ষায় নানা উদ্যোগ গ্রহণ করেন। এরই অংশ হিসেবে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলসহ ১১টি পদ সৃষ্টির প্রস্তাব পাঠান তিনি।
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে অতিরিক্ত রেজিস্ট্রার রয়েছেন দুইজন, ডেপুটি রেজিস্ট্রার আটজন, সহকারী রেজিস্ট্রার ১১ জন। অন্যদিকে আপিল বিভাগে অতিরিক্ত রেজিস্ট্রার একজন, ডেপুটি রেজিস্ট্রার একজন ও সহকারী রেজিস্ট্রার রয়েছেন তিনজন।
বাংলাদেশ সময়: ১৪৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫