ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের দাবিতে মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের দাবিতে মানববন্ধন ছবি: রাজিব / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০ লাখেরও বেশী শিক্ষার্থীদের সমাবর্তনের দাবিতে মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।



মানববন্ধনে বক্তারা বলেন, ৩০ দিনের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। অন্যথায় ১০ মার্চ দেশব্যাপী জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত প্রতিটি কলেজে মানববন্ধন করা হবে এবং ওই দিন ক্লাসবর্জন কর্মসূচি পালন করবেন শিক্ষার্থীরা।

১৮ মার্চ জাতীয় বিশ্ববিদ্যালয়ের সামনে মানববন্ধন এবং গণস্বাক্ষর বইসহ উপাচার্যের কাছে স্মারকলিপি দেওয়া হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আহ্বায়ক যাকারিয়া ইবনে ইউসুফের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন নাজমুল সাঈদ, ওমর ফারুক, আসিফ আদনান, সাইফুল্লা, ইমরান হোসেন, শেখ সাদী, সায়েম শিকদারসহ আরও অনেকে।

বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, ১০ ফেব্রুয়ারি, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।