ঢাকা: রাজধানীর ডেমরা থানাধীন বামুইল এলাকার একটি বাসা থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করেছে ডেমরা থানা পুলিশ।
নিহত স্বামীর নাম আসলাম (৩২) এবং তার স্ত্রী পিয়া আক্তার (১৯) বলে জানা গেছে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করে।
ডেমরা থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে লাশ দুটি উদ্ধার করেছে। কীভাবে মারা গেছে তা খতিয়ে দেখা হচ্ছে।
ময়না তদন্তের জন্য লাশ দুটি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে পাঠানো হবে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৫০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫