খুলনা: সহিংসতা বন্ধের দাবিতে প্রতিবাদ র্যালি, মানববন্ধন ও সমাবেশ কর্মসূচি পালন করেছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অফিসার্স অ্যাসোসিয়েশন।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১০টায় র্যালিটি কুয়েট ক্যাম্পাস থেকে শুরু হয়ে ফুলবাড়ীগেটে মানববন্ধন ও সমাবেশ করে।
রাজনৈতিক কর্মসূচির নামে সন্ত্রাস, পেট্রোল বোমা হামলার প্রতিবাদ ও সহিংসতা বন্ধের দাবিতে তারা এসব কর্মসূচি পালন করেন।
মানববন্ধন চলাকালীন সমাবেশে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর, পুরকৌশল অনুষদের ডীন প্রফেসর ড. শিবেন্দ্র শেখর শিকদার, অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি প্রকৌ. আনিসুর রহমান ভূইয়া, সাধারণ সম্পাদক প্রকৌ. হুসাইন মুহাম্মদ এরশাদ, সাংগঠনিক সম্পাদক গাজী মো. বরকত উল্লাহ প্রমুখ।
কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কমচারী, কুয়েট বঙ্গবন্ধু কর্মচারী পরিষদ, খানজাহান আলী থানা যুবলীগসহ স্থানীয় রাজনৈতিক-সামাজিক সংগঠন অংশ নেয়।
কর্মসূচি শেষে সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কমচারীরা নগরীর শিববাড়ীতে পেশাজীবী সমন্বয় পরিষদ খুলনার আয়োজনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশেও অংশ নেন।
বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫