ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

হরতালে স্বাভাবিক রাজশাহীর জনজীবন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫
হরতালে স্বাভাবিক রাজশাহীর জনজীবন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজশাহী: ২০দলীয় জোটের টানা অবরোধের পাশপাশি মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) হরতালের তৃতীয় দিন চলছে। তবে রাজশাহীর নগরজীবনে অবরোধ ও হরতালের কোনো প্রভাব নেই।

সকাল থেকে বিভিন্ন সড়কে যানবাহন চলাচল অনেকটাই স্বাভাবিক। রেলস্টেশন থেকে বিভিন্ন রুটের ট্রেনও ছেড়ে গেছে যথাসময়ে।

দুপুরে সাহেব বাজার জিরোপয়েন্ট, মণিচত্বর, সোনাদীঘির মোড়ে বিভিন্ন ধরনের যানবাহনের চাপ ছিল চোখে পড়ার মতো। রাজশাহী মহানগরীতে দুপুর ২টা পর্যন্ত কোথাও কোনো পিকেটিংয়ের খবর পাওয়া যায়নি। মামলা ও আটক হওয়ার ভয়ে রাজশাহী বিএনপির শীর্ষ নেতারা গা ঢাকা দেওয়ায় গত ১৫/২০ দিন থেকে কোথাও অবরোধ-হরতাল কর্মসূচির সমর্থনে মিছিল পর্যন্ত হয়নি।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার ইফতে খায়ের আলম বাংলানিউজকে জানান, হরতালের তৃতীয় দিনে রাজশাহীর কোথাও মিছিল ও পিকেটিংয়ের ঘটনা ঘটেনি। তবে অবরোধ-হরতাল কেন্দ্র করে নাশকতা এড়াতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় রয়েছে পুলিশ মোতায়েন। এছাড়া ৠাব ও বিজিবির পাশাপাশি প্রধান সড়ক ও পাড়া-মহল্লা পর্যায়ে পুলিশের টহল অব্যাহত রয়েছে। নগরজুড়ে রয়েছে গোয়েন্দা নজরদারিও।

বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫



বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।