নোয়াখালী: নোয়াখালীতে ডাকাতির ঘটনায় সংঘটিত হত্যা মামলায় আলমগীর হোসেন (৪৫) নামে এক আসামির ফাঁসি ও ফজলু মিয়া (৩৫) নামে অপর আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে জেলা বিশেষ দায়রা জজ আদালত।
একই সঙ্গে ওই মামলা জামাল উদ্দিন (৫৫) নামে অপর এক আসামিকে খালাস দিয়েছে আদালত।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে জেলা বিশেষ দায়রা জজ আদালতের বিচারক শিরিন কবিতা আক্তার এ রায় দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার বাহারহাটাই এলাকার আবদুল মজিদের ছেলে আলমগীর হোসেন। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি একই এলাকার মোকলেছ হোসেনের ছেলে ফজলু মিয়া (৩৫)। খালাস পেয়েছেন একই এলাকার জামাল উদ্দিন।
আদালত ও মামলা সূত্রে জানা যায়, ২০০৬ সালের ৯ সেপ্টেম্বর রাতে নোয়াখালী জেলা শহর মাইজদীর জেলগেট এলাকার আলমের বাড়িতে ডাকাতি করতে আসে দণ্ডপ্রাপ্ত আসামিরাসহ একদল ডাকাত।
এ সময় বাড়িতে বেড়াতে আসা আলমের স্ত্রীর ছোট বোন ও ব্রাহ্মণবাড়িয়ার কসবা এলাকার আলী আজমের মেয়ে লাকি বেগম (১৬) ডাকাতদের চিনে ফেলায় ডাকাতরা তাকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।
এ ঘটনায় পরদিন ১০ সেপ্টেম্বর নিহত লাকির ভগ্নিপতি আলম বাদী হয়ে ৩ জনকে আসামি করে নোয়াখালী সুধারাম থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে পুলিশ অভিযান চালিয়ে আসামি ফজলু মিয়া ও জামাল উদ্দিনকে আটক করে।
মঙ্গলবার দুপুরে তাদের আদালতে হাজির করলে আদালত ওই ঘটনায় আইনজীবীদের যুক্তিতর্ক শেষে অভিযুক্তদের অপরাধ প্রমাণিত হওয়ায় আসামি আলমগীর হোসেনকে মৃত্যুদণ্ড, ফজলু মিয়াকে যাবজ্জীবন ও জামাল উদ্দিনকে বেকসুর খালাস দেন।
একই সঙ্গে আদালত মৃত্যুদণ্ডপ্রাপ্ত আলমগীর পলাতক থাকায় তাকে গ্রেফতার করার জন্য পুলিশকে নির্দেশ দেয়।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন- রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট কাজী শাহজাহান শাহীন ও (এপিপি) এডভোকেট শহিদ উল্ল্যা।
বাংলাদেশ সময়: ১৫১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫