ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

নিকলীতে দুই মাদক ব্যবসায়ীর কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫
নিকলীতে দুই মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ছবি: প্রতীকী

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের নিকলীতে দুই মাদক ব্যবসায়ীকে ৩ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মো. মাহবুব আলম এ রায় দেন।



আসামিরা হলেন- নিকলী উপজেলার কুর্শা ইউনিয়নের সুনাম উদ্দিনের ছেলে সহিদুর মিয়া ও কটিয়াদী উপজেলার করগাঁও ইউনিয়নের আলী নেওয়াজের ছেলে সিকুল মিয়া।

নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মো. মাহবুব আলম বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ১০টার দিকে নিকলী উপজেলার কারপাশা ইউনিয়ন থেকে মদ বিক্রির সময় ১০ লিটার দেশিয় মদসহ দুইজনকে আটক করে পুলিশ।

পরে মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত আসামিদের ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৫৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।