ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

হরতালের প্রতিবাদে মানববন্ধন বৃহস্পতিবার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫
হরতালের প্রতিবাদে মানববন্ধন বৃহস্পতিবার ছবি: প্রতীকী

ঢাকা: পরীক্ষা চলাকালীন সময়ে হরতাল-অবরোধের প্রতিবাদে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করবে ছাত্র, শিক্ষক, অভিভাবক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পর্ষদ।
 
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়।


 
সংবাদ সম্মেলনে জানানো হয়, হরতাল ও অবরোধের প্রতিবাদে আগামী বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনে কর্মসূচি পালন করা হবে।
 
এ কর্মসূচি ঘোষণা করেন মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ব্যবস্থাপনা পর্ষদের সভাপতি এবং বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন।
 
ছাত্র, শিক্ষক, অভিভাবক ও ব্যবস্থাপনা পর্ষদ সমন্বয় কমিটি আয়োজিত এ সংবাদ সম্মেলনে রাজধানীর ২৫টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
 
রাশেদ খান মেনন বলেন, বছরের শুরুতে বই পেলেও শিক্ষার্থীরা বই পড়তে পারছে না। ক্লাস হচ্ছে না, সহপাঠ্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। এখন পরীক্ষা নিয়ে ষড়যন্ত্র চলছে। অর্থনীতির পাশাপাশি শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হচ্ছে। পরীক্ষা নিয়ে যে ষড়যন্ত্র চলছে তার প্রতিবাদে আমরা বৃহস্পতিবার মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করবো।
 
তিনি বলেন, পরীক্ষাকে হরতাল-অবরোধ মুক্ত রাখার দাবি জানাচ্ছি আমরা। এরপরও সমাধান না হলে আমরা পুরো মহানগরীর ছাত্র, শিক্ষক, অভিভাবকদের নিয়ে রাস্তায় নেমে প্রতিবাদ করবো।
 
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজের ব্যবস্থাপনা পরিষদের সভাপতি আওলাদ হোসেন খান, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা কমিটির সদস্য গোলাম আশরাফ তালুকদার, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল ড. শাহান আরা বেগম, শান্তিবাগ স্কুলের পরিচালনা কমিটির সভাপতি সেকান্দার আলী প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।