ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

চাঁদপুরে সাড়ে ৩ কেজি বারুদ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫
চাঁদপুরে সাড়ে ৩ কেজি বারুদ উদ্ধার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চাঁদপুর: চাঁদপুরে বোমা তৈরির কাজে ব্যবহৃত সাড়ে ৩ কেজি বারুদ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে শহরের পুরানবাজার রিফিউজি কলোনি ক্যাম্প ক্লাব থেকে এগুলো উদ্ধার করা হয়।



পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রিফিউজি কলোনি ক্যাম্প ক্লাবে অভিযান চালানো হয়। এ সময় পরিত্যক্ত অবস্থায় প্রায় সাড়ে ৩ কেজি বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

পুরান বাজার পুলিশ ফাঁড়ির ইনর্চাজ উপপরিদর্শক (এসআই) মো. মাহাবুব মোল্লা বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, নাশকতার উদ্দেশে বোমা তৈরির জন্য এ বিস্ফোরকদ্রব্য এখানে আনা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।