সাভার (ঢাকা): সাভারে আমদানি নিষিদ্ধ বিপুল পরিমান নিষিদ্ধ ওষুধ, ভারতীয় শাড়ী, থানকাপড় বোঝাই একটি কার্ভাড ভ্যানসহ ২ জনকে আটক করেছে র্যাব।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে র্যাব-৪ এর একটি দল আশুলিয়ায় ঢাকা-আরিচা মহাসড়কের গণস্বাস্থ্য কেন্দ্রের সামনে থেকে চোরাচালালের মালসহ তাদের আটক করা হয়।
আটককৃত মালামালের মূল্য প্রায় তিন কোটি টাকা।
আটককৃতরা হলেন, যশোর কোতয়ালী থানার রেলগেট এলাকার মৃত দবির শেখের ছেলে তারেক হোসে মিন্টু (৩২) ও একই এলাকার মৃত এনামুল হকের ছেলে মো. হাবিবুর রহমান (৩৫)।
দুপুরে র্যাব-৪ এর সাভার ক্যাম্পে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে আটককৃতদের গণমাধ্যম কর্মীদের সামনে উপস্থাপন করে র্যাব জানায়, আমদানি নিষিদ্ধ আড়াই লাখ পিস যৌন উত্তেজক ট্যাবলেট, শাড়ী, থানকাপড় ভারত থেকে চোরাচালানের পণ্য দেশে আনা হয়। পরে সেগুলো একটি কাভার্ড ভ্যান যোগে যশোরের বারবাজার নামক স্থান থেকে রাজধানীর চকবাজারে নেবার পথে চালানটি আটক করা হয়।
র্যাব-৪ এর অধিনায়ক সাহাবুদ্দিন আহমেদ জানান, আটককৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হবে।
তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের মাধ্যমে চোরাচালানের সঙ্গে জড়িতদের সনাক্ত করা হবে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫