ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

পাথরঘাটায় ট্রলারসহ জেলে নিখোঁজ

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫
পাথরঘাটায় ট্রলারসহ জেলে নিখোঁজ

পাথরঘাটা (বরগুনা): পাথরঘাটা থেকে ১০ কিলোমিটার দক্ষিণে বিষখালী নদীতে ট্রলারের ধাক্কায় অপর একটি মাছ ধরা ট্রলারসহ এক জেলে নিখোঁজ হয়েছেন।

সোমবার (০৯ ফেব্রুয়ারি) দিনগত রাত ২টার দিকে কুমিরমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।



ট্রলার ডুবির ছয় ঘণ্টা পর সাত জেলে উদ্ধার হলেও ট্রলার ও সলেমান নামে এক জেলে নিখোঁজ রয়েছেন।

উদ্ধার হওয়া জেলেদের মধ্যে হানিফ মিয়া ও ইছাহাকের নাম জানা গেছে। তাদের বাড়ি পাথরঘাটা উপজেলার তাফালবাড়িয়া গ্রামে।

উদ্ধার হওয়া ইছাহাক ও হানিফ মিয়ার বরাত দিয়ে এফবি ইয়াহিয়া ট্রলারের মালিক মো. ইয়াহিয়া বাংলানিউজকে জানান, মাছ ধরার জন্য সাগরে যাওয়ার উদ্দেশে

সোমবার রাতে কুমিরমারা এলাকায় বিশ্রাম নেওয়ার জন্য এফবি ইয়াহিয়া ট্রলারটি নোঙর করে সবাই ঘুমিয়ে পড়ে।

একপর্যায়ে রাত ২টার দিকে অপর একটি ট্রলার এসে তাদের ট্রলারটিকে ধাক্কা দেয়। এতে তাদের ট্রলারটির তলা ফেটে ঘটনাস্থলেই ডুবে যায়।

প্রায় ৬ ঘন্টা পর মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে নামবিহীন একটি ট্রলারের জেলেরা সাত জেলেকে উদ্ধার করে। কিন্তু অপর জেলে সলেমানকে পাওয়া যায়নি।

জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা বাংলানিউজকে বলেন, ডুবে যাওয়া ট্রলার ও নিখোঁজ জেলেকে উদ্ধারের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।