ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

সহিংসতার প্রতিবাদে ঝিনাইদহে বিভোক্ষ-সমাবেশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫
সহিংসতার প্রতিবাদে  ঝিনাইদহে বিভোক্ষ-সমাবেশ

ঝিনাইদহ: সহিংসতার প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ওয়ার্কার্স পার্টি।

মঙ্গলবার বিকেল ৪টার দিকে স্থানীয় চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়।

মিছিলটি শহরের পায়রা চত্বরে এসে শেষ হয়। পরে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি মোফাজ্জেল হোসেন মঞ্জুর সভাপতিত্বে বক্তব্য রাখেন- ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক অরুণ কুমার ঘোষ, অধ্যক্ষ কামরুজ্জামান, অধ্যাপক নিমাই চন্দ্র দে, জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি উজ্জ্বল বিশ্বাস প্রমুখ।

বক্তারা বলেন, ২০ দলীয় জোট যেভাবে সারাদেশে সন্ত্রাস, আগুন, নাশকতা চালিয়ে মানুষ হত্যা করে চলেছে। এই অপশক্তিকে হটিয়ে মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে।

বাংলাদেশ সময়: ১৯৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫



বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।