সাতক্ষীরা: সাতক্ষীরার কলারোয়া সীমান্তের বিপরীতে আটক দুই বাংলাদেশিকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে কলারোয়ার কাকডাঙ্গা সীমান্তে পতাকা বৈঠকের পর তাদেরকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করা হয়।
ফিরে আসা বাংলাদেশিরা হলেন, খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার রঙপুর গ্রামের বর্ণালী মন্ডল (২৫) ও তার স্বামী বলাই মন্ডল (৩০)।
কলারোয়ার কাঁকডাঙ্গা বিওপির সুবেদার ফয়েজউদ্দীন বাংলানিউজকে জানান, সকাল ৮টায় ভারত থেকে দেশে ফেরার পথে ভারতের হাকিমপুরে টহলরত বিএসএফ সদস্যরা তাদেরকে আটক করে। বিষয়টি জানতে পেরে তাদেরকে ফেরত চেয়ে বিএসএফকে চিঠি দেয় বিজিবি।
পরে দুপুর আড়াইটায় পতাকা বৈঠকের পর তাদেরকে বিজিবির কাছে ফেরত দেয় বিএসএফ।
কলারোয়া থানার পুলিশ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) শেখ শফিকুর রহমান জানান, আটক দুই ব্যক্তিকে মঙ্গলবার বিকেলে বিজিবি কলারোয়া থানায় সোপর্দ করে। তাদের বিরুদ্ধে কলারোয়া থানায় অবৈধ পথে ভারত যাওয়ার অভিযোগে পাসপোর্ট আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫