ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে বিজিবি মোতায়েন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫
বরিশালে বিজিবি মোতায়েন ফাইল ফটো

বরিশাল: আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বরিশালের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি মোতায়েন করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে বিজিবি’র সদস্যরা সরকারি গৌরনদী কলেজে অস্থায়ী ক্যাম্প করেছে।



গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ হাসান পাটোয়ারী জানান, অবরোধ-হরতালে বরিশাল-ঢাকা মহাসড়কে যানবাহন ও পণ্যবাহী ট্রাকে দুর্বৃত্তদের হামলা হচ্ছে। এজন্য মহাসড়কে যান চলাচল নির্বিঘ্ন করতে ও নাশকতা রোধে বিজিবি মোতায়েন করা হয়েছে।

মঙ্গলবার দুপুর থেকে ৩ প্লাটুন বিজিবি গৌরনদীতে অবস্থান করছে বলে জনিয়েছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী হোসনে আরা।

এর আগে সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যলয়ের সন্মেলন কক্ষে এক সভায় জেলা প্রশাসক মো. শহীদুল আলম জানান, দুপুর থেকে ঢাকা-বরিশাল মহাসড়কের বিশেষ বিশেষ স্থানে নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিহত করতে বিজিবি মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।