ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে ফেনসিডিলসহ পুলিশ সদস্য আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫
রাজশাহীতে ফেনসিডিলসহ পুলিশ সদস্য আটক ছবি: ফাইল ফটো

রাজশাহী: রাজশাহীতে ফেনসিডিলসহ রনজিত নামে এক পুলিশ সদস্যকে আটক হয়েছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে মহানগরের সিটি বাইপাস পশুহাট এলাকা থেকে তাকে আটক করা হয়।



রনজিত রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) ওয়ারলেস অপারেটর হিসেবে কর্মরত। তার গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায়।

আরএমপির শাহ মখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুপুর ২টার দিকে রনজিতসহ আরও দুই মোটর সাইকেল আরোহী ওই এলাকা ‍দিয়ে যাচ্ছিলেন।

সন্দেহজনক মনে হলে পুলিশের একটি টহল দল মোটরসাইকেলটির গতিরোধ করে। এসময় তাদের দেহ তল্লাশি করে দুই বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

ওসি বলেন, আটক রনজিতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।