জাতীয় সংসদ ভবন থেকে: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মানুষ হত্যায় নেমেছেন। তিনি শিশু হত্যা করেন, আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিশু মৃত্যুহ্রাস করে আন্তর্জাতিক পুরস্কার লাভ করেন বলে মন্তব্য করেছেন নারী ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। আলোচনায় অন্যদের মধ্যে অংশ নেন, সেলিনা আখতার বানু, ফাতেমা জোহারা রানী ও জাতীয় পার্টির শাহনারা বেগম।
মেহের আফরোজ চুমকি বলেন, খালেদার আন্দোলন জনগণের জন্য নয়। তিনি জনগণের লাশ চান। লাশ ফেলে তিনি ক্ষমতায় যেতে চান, হাওয়া ভবন খুলতে চান, বাংলাদেশকে জঙ্গিবাদ-সন্ত্রাসীদের রাষ্ট্রে পরিণত করতে চান।
তিনি বলেন, খালেদা জিয়ার সন্ত্রাস-নাশকতার সঙ্গে আপোষ করলে আগামী দিনে দেশের অবস্থা আফগানিস্তানের মতো হবে। দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে তাতে খালেদা জিয়া দিশেহারা হয়ে পড়েছেন।
চুমকি আরও বলেন, খালেদা বুঝতে পেরেছেন এভাবে দেশ এগিয়ে গেলে আগামীতে দেশের জনগণ তার এবং বিএনপির নামই ভুলে যাবে। এসব খুনীদের সঙ্গে যারা সংলাপের কথা বলেন, তারা পক্ষান্তরে নাশকতাকারীদের আড়াল করতে চান। মানুষ হত্যাকারী, খুনি-সন্ত্রাসী ও জঙ্গিদের সঙ্গে কোনো সংলাপ হতে পারে না, হবে না।
শাহনারা বেগম বলেন, কঠোরভাবে এসব সন্ত্রাসী-নাশকতা দমন করতে না পারলে তার দায় সরকারকেই নিতে হবে। আজ দেশে স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি নেই। এদেশ কোন দল বা নেত্রীর সম্পত্তি নয়। কেন তারা এভাবে রাজনীতির নামে মানুষ খুন করবে?
সেলিনা আখতার বানু বলেন, দেশের উন্নয়নের অগ্রযাত্রাকে থমকে দিতে জঙ্গি-সন্ত্রাসীদের মাঠে নামিয়ে মানুষ হত্যার নির্দেশ দিচ্ছেন খালেদা জিয়া। জীবন্ত মানুষকে হত্যা করে কোন গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চান? বিবেকহীনতার পরিচয় দিয়ে আজ জঙ্গি নেত্রীতে পরিণত হয়েছেন বিএনপি নেত্রী। যে আগুন দিয়ে বিএনপি-জামায়াত মানুষকে পুড়িয়ে মারছে, সেই আগুনেই একদিন তারা ভস্মীভূত হয়ে যাবে।
বাংলাদেশ সময়: ২০৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫