ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ৩ জুয়াড়িকে দেড় মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
দণ্ডপ্রাপ্তরা হলেন- সলিমগঞ্জ ইউনিয়নের নাসিরাবাদ গ্রামের মৃত কাসেম সুকানির ছেলে খোকন মিয়া (২৮), একই এলাকার জল্লি গ্রামের মৃত খোকা ব্যাপারীর ছেলে সোহাগ মিয়া (২৫) ও নরসিংদীর রায়পুরা উপজেলার শান্তিপুর গ্রামের দারু মিয়ার ছেলে মকবুল মিয়া (৩৫)।
মঙ্গলবার বিকেলে নবীনগর উপজেলার সলিমগঞ্জ ইউনিয়নের নাসিরাবাদ গ্রামের একটি জুয়ার আসর থেকে তাদের আটক করা হয়্
সলিমগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আবু বক্কর খান বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে নাসিরাবাদ গ্রামের খোকন মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে জুয়ার বোর্ড পরিচালনার সময় ৩ জুয়াড়িকে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে নবীনগর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু শাহেদ চৌধুরী তাদের প্রত্যেককে দেড় মাস করে কারাদণ্ড দেন।
বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫