তালা(সাতক্ষীরা): কপোতাক্ষ নদের চর দখল করে সাতক্ষীরার তালা উপজেলায় গড়ে উঠেছে ইটভাটা। এ চরের মাটি কেটে ইট তৈরি করেন ভাটা মালিকরা।
এসব ইটভাটা তালা উপজেলার গোনালী, জেঠুয়া, বলরামপুর, আচিমতলা, কুমিরা, ভাগবাহ ও পাটকেলঘাটা এলাকায় কপোতাক্ষ নদের তীরে। যে যার মতো চর ভরাটি জমি দখল করে ইটভাটার কাজে লাগাচ্ছে।
তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুনিরা পারভিন বাংলানিউজকে জানান, কপোতাক্ষ নদ খননের কারণে তীরের জমি ইজারা দেওয়া বন্ধ রয়েছে। যারা অবৈধভাবে দখল করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এলাকাবাসী জানান, তালা উপজেলার গোনালী এলাকায় কপোতাক্ষ নদের তীরে গ্লোডেন ও আরবিএস নামে দুইটি ইটভাটা রয়েছে। ভাটা দু’টি কপোতাক্ষ নদের প্রায় ৫০ একর চরভরাটি জমি দখলে নিয়েছে। দখলকৃত জমির মাটি নিয়ে ইটভাটার কাজে লাগাচ্ছেন তারা। এমন অবস্থা উপজেলার অধিকাংশ ইটভাটার।
গ্লোডেন ব্রিকস-এর ম্যানেজার প্রকাশ কুমার বাংলানিউজকে জানান, কপোতাক্ষ চরের কিছু জমি ভাটার মধ্যে এসেছে। তবে, এ জন্য স্থানীয় গোনালী এলাকার ভূমিহীনরা তাদের থেকে হারি (খাজনা)-এর টাকা নেন।
উপজেলার গোনালী এলাকার গ্লোডেন ও আরবিএস ব্রিকস, বলরামপুরের সানি ব্রিকস, ভাগবাহ’র এনবি ব্রিকস সহ ১০টি ইটভাটা রয়েছে বলে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে।
খলিলনগর ইউনিয়নের তহশিলদার (নায়েব) আব্দুল মালেক বাংলানিউজকে জানান, কপোতাক্ষ তীরের গোনালী এলাকায় দখলের বিষয়টি নিয়ে তিনি সরেজমিনে দেখেছেন। প্রায় শতাধিক মানুষ কপোতাক্ষ চরের জমি থেকে অবৈধভাবে মাটি কাটছে। তারা মাটি কাটায় সেখানে বড় গর্তের সৃষ্টি হয়েছে। এনিয়ে তিনি কাজ বন্ধের জন্য ইটভাটা কর্তৃপক্ষকে নোটিশ দিয়েছিলেন। কিন্তু তারা কর্ণপাত করেননি।
তালা উপজেলা পানি কমিটির সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান বাংলানিউজকে জানান, কপোতাক্ষ নদের চর দখল করে ইটভাটার কার্যক্রম চালানো হচ্ছে। এটা এখনই বন্ধ না হলে কপোতাক্ষ খনন দারুণভাবে বাধাগ্রস্ত হবে।
কপোতাক্ষ বাঁচাও আন্দোলন কমিটির প্রধান উপদেষ্টা ইকবল কবির জাহিদ বাংলানিউজকে জানান, কোনোভাবে কপোতাক্ষ দখল করা যাবে না। এ কপোতাক্ষ নদের সঙ্গে মিশে আছে প্রায় ৫০ লাখ মানুষের জীবন-জীবিকা। যেকোনো মূল্যে অবৈধ দখল বন্ধ করতে হবে।
তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মো. মাহাবুবুর রহমান বাংলানিউজকে জানান, কপোতাক্ষ নদ খননের কাজে কোনো প্রকার বাধা এলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তবে, কপোতাক্ষ নদের চর ভরাটি কোনো জমি ইজারা বা বন্দোবস্ত দেওয়া হয়নি। যদি কেউ এমন কথা বলে, তাহলে সে মিথ্যা কথা বলেছে।
বাংলাদেশ সময়: ২০৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫