ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

বাংলাদেশি বৌদ্ধ ভিক্ষুদের সঙ্গে শ্রীলঙ্কান সেনাপ্রধানের মতবিনিময়

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫
বাংলাদেশি বৌদ্ধ ভিক্ষুদের সঙ্গে শ্রীলঙ্কান সেনাপ্রধানের মতবিনিময় ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রামু (কক্সবাজার): শ্রীলঙ্কা সফররত বাংলাদেশি বৌদ্ধ ভিক্ষুদের একটি দলের সঙ্গে মতবিনিময় করেছেন দেশটির সেনাপ্রধান লে. জেনারেল আর এম ডি রাতনায়েকে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টার দিকে শ্রীলঙ্কার কলম্বো আর্মি হেডকোয়াটার্সে বাংলাদেশের সর্ববৃহৎ সিংহ শয্যা গৌতম বুদ্ধমূর্তি ও রামু উত্তর মিঠাছড়ি বিমুক্তি বিদর্শন ভাবনা কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ শ্রীমৎ করুণাশ্রী থের এর নেতৃত্বে বৌদ্ধ ভিক্ষুদের সঙ্গে মতবিনিময় করেন সেনাপ্রধান।

 

এ সময় শ্রীলঙ্কার সেনাবাহিনীর প্রধান ও বাংলাদেশি বৌদ্ধ ভিক্ষুরা দুই দেশের মধ্যে সুখ-শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে বিভিন্ন বিষয়ের ওপর গুরুত্বারোপ করেন।
 
মতবিনিময়কালে উপস্থিত ছিলেন, শ্রীলঙ্কা সেনাবাহিনীর মেজর জেনারেল সেনাকা উস্কা রামারাত্না, রামু কেন্দ্রীয় সীমা বিহারের শীলপ্রিয় ভিক্ষু এবং শ্রীলঙ্কায় অবস্থানরত বাংলাদেশি বৌদ্ধ ভিক্ষু রত্ননন্দ ও আজ্ঞাবংশ প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।