ফেনী: ফেনীতে নূরানী ডাইং অ্যান্ড সোয়েটার লিমিটেড নামে এক ফ্যাক্টরির ৩৫ লাখ টাকা ছিনতাই হয়েছে।
মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী বাইপাস অংশের মা-মণি ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, বিকেলে নূরানী সোয়েটারের কর্মচারী অমল পাল ও রেজওয়ান হোসেন কোম্পানির নিজস্ব গাড়িতে করে শহরের ট্রাংক রোডের সাউথইস্ট ব্যাংক থেকে ৩৫ লাখ টাকা তুলে কারখানায় ফিরছিলেন।
পথে বিসিক রাস্তার মাথায় মা-মণি ফিলিং স্টেশনের সামনে এলে ১৪/১৫ জন সশস্ত্র ছিনতাইকারী তাদের গাড়ির গতিরোধ করে। তারা অস্ত্রের মুখে গাড়িচালক ও গাড়িতে থাকা দুই কর্মচারীকে জিম্মি করে টাকার ব্যাগটি ছিনিয়ে নেয়।
এ সময় অমল পাল তাদের বাধা দেওয়ার চেষ্টা করলে তাকে ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যায় ছিনতাইকারীরা।
নূরানী ডাইং অ্যান্ড সোয়েটারের প্রধান নির্বাহী আব্দুল কাদের বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, ফ্যাক্টারীর কর্মচারীদের বেতন দেওয়ার জন্য ব্যাংক থেকে টাকাগুলো উত্তোলন করা হয়েছিল। এ ব্যাপারে ফেনী মডেল থানায় অভিযোগ দেওয়া হয়েছে।
এ ব্যাপারে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মোর্শেদ বাংলানিউজকে জানান, অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।
ছিনতাইকৃত টাকা উদ্ধার ও ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে বলেও তিনি জানান।
বাংলাদেশ সময়: ২১৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫