ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

ফেনীতে পুলিশ ফাঁড়ি লক্ষ্য করে পেট্রোল বোমা, কনস্টেবল আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫
ফেনীতে পুলিশ ফাঁড়ি লক্ষ্য করে পেট্রোল বোমা, কনস্টেবল আহত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফেনী: ফেনী শহরের এসএসকে রোড় পুলিশ ফাঁড়ি লক্ষ্য করে পেট্রোল বোমা ও ককটলে নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে শামছুল ইসলাম নামে পুলিশের এক কনস্টেবল আহত হয়েছে।


 
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, রাত ৯টার দিকে অজ্ঞাত দুর্বত্তরা ফাঁড়িতে পরপর কয়েকটি ককটেল এবং একটি পেট্রোল বোমা নিক্ষেপ করে। এসময় কর্তব্যরত কনস্টেবল শামছুল ইসলাম আহত হয়।

খবর পেয়ে ফেনী এসএসপি (সার্কেল) শামছুল আলম সরকার ও ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবু মোর্শেদ ফাঁড়ি পরিদর্শন করেছেন।

এএসপি সার্কেল শামছুল আলম সরকার বাংলানিউজকে জানান, সন্ত্রসীরা ফাঁড়ির উপর চোরাগুপ্তা হামলা চালিয়েছে। পুলিশ সন্ত্রসীদের গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে।

বাংলাদেশ সময়: ২১৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।