ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

বড়লেখায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫
বড়লেখায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার ছবি: প্রতীকী

মৌলভীবাজার: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণভাগ ইউনিয়ন থেকে লিলন বেগম (২৬) নামে এক গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে জ্যোতিরবন্দ গ্রাম থেকে মৃতদেহ উদ্ধার করা হয়।



মৃত লিলন বেগম দক্ষিণভাগ ইউনিয়নের জ্যাতিরবন্দ গ্রামের দুবাই প্রবাসী সুরমান আলীর স্ত্রী।

স্থানীয় সূত্র জানায়, বিকেলে লিলনের কোনো সাড়াশব্দ না পেয়ে পরিবারের লোকজন তার কক্ষের দরজা ভেঙে ভেতরে ঢুকে ঝুলন্ত মৃতদেহ দেখতে পায়। পরে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়।

বড়লেখা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. রমজান আলী বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটতে পারে। তবে এটা হত্যা না আত্মহত্যা তা ময়নাতদন্তের পর জানা যাবে।

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।