রংপুর: ‘মানুষের জন্য ফাউন্ডেশন’-এর আর্থিক সহায়তায় রংপুর সিটি করপোরেশন অডিটরিয়ামে একটি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ইএসডিও বাস্তবায়নে চাইল্ড লেবার এলিমিনেশন অ্যাকশন ফর রিয়েল চেঞ্জ ইন আরবান স্লাম এরিয়াস অব রংপুর সিটি করপোরেশন অ্যান্ড ঠাকুরগাঁও মিউনিসিপালিটি অব নর্থ ওয়েস্টার্ন বাংলাদেশ (ক্লিয়ার) প্রকল্পের সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়।
রংপুর সিটি করপোরেশনের উদ্যোগে অ্যাডভাইজারি কমিটির এ সভায় সভাপতিত্ব করেন রংপুর সিটি করপোরেশনের মেয়র সরফুদ্দিন আহম্মেদ ঝন্টু।
বক্তব্য রাখেন কমিটির সদস্য সচিব রংপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রুহল আমিন খান, ইএসডিও ক্লিয়ার প্রকল্পের সমন্বয়কারী মাহাবুবুল হকসহ ইএসডিও ক্লিয়ার প্রকল্পের প্রতিনিধি ও রসিকের কাউন্সিলররা উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে সিটি মেয়র বলেন, ক্লিয়ার প্রকল্পটি ভালো একটি প্রকল্প। এমন সুন্দর উদ্যোগে সংশ্লিষ্ট সবাইকে অন্তর্ভুক্ত করে কাজ করার জন্য আমি ইএসডিওকে ধন্যবাদ জানাই।
রংপুর সিটি করপোরেশন এলাকায় শিশু সুরক্ষা পদ্ধতি জোরদার করতে মোট ৩৩টি ওয়ার্ডে ৮টি বহুমুখী কেন্দ্রে ৮টি কমিটি গঠন করা হয়।
অনুষ্ঠান শেষে ঝুঁকিপূর্ণ শিশুশ্রমে সম্পৃক্ত প্রতিষ্ঠান ও কলকারখানার মালিকদের ফাস্ট এইডের একটি করে বক্স দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫