ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

ফেনীতে পেট্রোল বোমায় দগ্ধ ১১, আহত ২৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫
ফেনীতে পেট্রোল বোমায় দগ্ধ ১১, আহত ২৫ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফেনী: ফেনীর দাগনভুঞায় যাত্রীবাহী বাসে পেট্রোল বোমায় ১১ যাত্রী দগ্ধ হয়েছেন। আহত হয়েছেন আরো ২৫ জন।



অগ্নিদগ্ধরা হলেন মিলন, খোকন,বেলাল, মামুন, হোসাইন, মানিক, সোবহান, সবুজ, মাকসুদ, খোকন, সেমনা খাতুন প্রমুখ। এদের মধ্যে খোকন, সবুজ ও ছেমনা খাতুনের অবস্থা গুরুতর। ফেনী সদর হাসপাতালের চিকিৎসক তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দিয়েছেন। বাকিদের ফেনী সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ৯টার দিকে ফেনী থেকে ছেড়ে যাওয়া বসুরহাট গামী কবির হাট এক্সপ্রেস বাসটি দাগনভুঞার আমীরগাও আসলে দুর্বৃত্তরা পেট্রোল বোমা নিক্ষেপ করে।

দাগনভুঞা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক আশিকুর রহমান ও ফেনী সদর হাসপাতালের আরএমও অসীম কুমার সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহতদের মধ্যে খোকন ও ছেমনা আকতারের শরীরের ৪০ শতাংশ পুড়ে গেছে।
 
বাংলাদেশ সময়: ২২৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫/ আপডেট: ০১১০ ঘণ্টা

** ফেনীতে পুলিশ ফাঁড়ি লক্ষ্য করে পেট্রোল বোমা, কনস্টেবল আহত

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।