ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

যুক্তরাষ্ট্র সফরে পররাষ্ট্র সচিব

ডিপ্লোম্যাটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৫
যুক্তরাষ্ট্র সফরে পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক

ঢাকা:  মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডা সফরে গেলেন পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক। নিউইয়র্ক, অটোয়া এবং ওয়াশিংটনে তিনটি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।

আগামী সপ্তাহে পররাষ্ট্র মন্ত্রীও যুক্তরাষ্ট্র সফরে যেতে পারেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, মঙ্গলবার রাত নয়টায় যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়েন পররাষ্ট্র সচিব। ১২-১৩ ফেব্রুয়ারি পররাষ্ট্র সচিব জাতিসংঘে অভিবাসন সংক্রান্ত একটি কনফারেন্সে যোগ দেবেন। বাংলাদেশসহ গ্লোবাল ফোরাম অন মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্টের সঙ্গে জড়িত সুইডেন ও তুরস্কের প্রতিনিধি দলও এতে অংশ নেবে । জাতিসংঘ মহাসিচব বান কি মুন এই তিন দেশের প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা করবেন।

সম্মেলনের পর ১৬ ফেব্রুয়ারি শহীদুল হক কানাডায় দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন। এরপর তিনি ১৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য হোয়াইট হাউজের আয়োজনে চরমপন্থী প্রতিরোধ সম্মেলনে (কাউন্টারিং এক্সট্রিমিজম ভায়োলেন্স সামিট) যোগ দিতে ওয়াশিংটন যাবেন। একই অনুষ্ঠানে পররাষ্ট্র মন্ত্রীরও যাওয়ার কথা রয়েছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রী জন কেরি তাকে আমন্ত্রণ জানান।  

আন্তর্জাতিক মৌলবাদকে বাধা দেওয়ার জন্য বৈশ্বিক উদ্যোগের একটি অংশ হিসেবে এ সামিটের আয়োজন। গত বছর এ বিষয়ের ওপর একটি তহবিল গঠন করা হয়। যার পরিচালনা পর্ষদের সদস্য বাংলাদেশ।

এদিকে ১৯ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ঢাকায় আসার কথা রয়েছে। এ উপলক্ষে পররাষ্ট্র মন্ত্রী তার সফর সংক্ষেপ করবেন বলে জানায় মন্ত্রণালয় সূত্র।

সফর শেষে ২১ ফেব্রুয়ারি পররাষ্ট্র মন্ত্রী ও সচিবের দেশে ফেরার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ০৩২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।