ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

ভোলায় পাঁচটি পেট্রোল বোমা উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৫
ভোলায় পাঁচটি পেট্রোল বোমা উদ্ধার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ভোলা: হরতালের তৃতীয় দিন ভোলা পৌরসভার ৬ নাম্বার ওয়ার্ড থেকে পাঁচটি তাজা পেট্রোল বোমা উদ্বার করেছে পুলিশ।

মঙ্গলবার রাত ১২টার দিকে শহরের ওয়েস্টার্ন পাড়া রিজার্ভ পুকুর পাড় এলাকা থেকে ভোলার সহকারী পুলিশ সুপার রামানন্দ সরকারের নেতৃত্বে মডেল থানার পুলিশের একটি টিম এ বোমা উদ্ধার করে।



ভোলার সহকারী পুলিশ সুপার (এএসপি) রামানন্দ সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম শহরের রিজার্ভ পুকুর এলাকায় অভিযান চালায়।

এ সময় একদল দুবৃর্ত্ত পেট্রোল বোমা নিয়ে নাশকতার পরিকল্পনা করতে দেখে পুলিশ তাদের ধাওয়া করে। পরে দুবৃর্ত্তরা বোমা রেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

তিনি জানান, হরতাল-অবরোধকারী বড় ধরনের নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে এসব বোমা এনেছিলো বলে পুলিশ নিশ্চিত হতে পেরেছে, এদের ধরতে রাত থেকেই পুলিশের বেশ কিছু টিম টহলে রয়েছে।

পুলিশ জানায়, নাশকতার উদ্দেশ্যে সোমবার দিবাগত রাতে একটি ট্রাকে আগুন ধরিয়ে দেয় জামায়াত-বিএনপির কর্মীরা। ভাঙচুর করা হয় একটি সবজিবাহী ট্রাক।

বাংলাদেশ সময়: ০৪০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।