ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে ককটেলসহ শিবিরকর্মী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৫
রাজশাহীতে ককটেলসহ শিবিরকর্মী আটক ছবি: প্রতীকী

রাজশাহী: রাজশাহী মহানগরীর ঘোষপাড়ার একটি বাড়ি থেকে ৬টি ককটেলসহ এক শিবির কর্মীকে মঙ্গলবার সন্ধ্যায় আটক করেছে মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

আটককৃত শিবিরকর্মী ওই এলাকার আহমেদ বিন জুবায়েরের ছেলে শামসাদ বিন জুবায়ের (১৮)।



এ ব্যাপারে জুবায়েরের বাবা ও মাকেও জিজ্ঞাসাবাদের জন্য গোয়েন্দা কার্যালয়ে নেওয়া হয়েছে।  

মহানগর ডিবি পুলিশের সহকারী কমিশনার ইফতে খায়ের আলম রাতে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, মঙ্গলবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি টিম ঘোষপাড়া এলাকার একটি বাড়িতে অভিযান চালায়। এ সময় বাড়ির একটি কক্ষ থেকে জুবায়েরকে আটক করা হয়।

পরে পাশের একটি কক্ষ তল্লাশি চালিয়ে ৬টি ককটেল উদ্ধার করেছে পুলিশ।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জুবায়ের শিবিরের সাথে সম্পৃক্ত বলে স্বীকার করেছে। এ ছাড়াও তার বাবা ও মাকে গোয়েন্দা কার্যালয়ে জিজ্ঞাসাবাদ চলছে। পরে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ইফতে খায়ের আলম।

বাংলাদেশ সময়: ০৪০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৫


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।