ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

নেত্রকোনায় পেট্রোল বোমায় ট্রাক চালক ও সহকারী দগ্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৫
নেত্রকোনায় পেট্রোল বোমায় ট্রাক চালক ও সহকারী দগ্ধ

নেত্রকোনা: দুর্বৃত্তদের ছোড়া পেট্রোল বোমায় নেত্রকোনার দুর্গাপুরে ট্রাক চালক ও সহকারী দগ্ধ হয়েছেন।

মঙ্গলবার (১০ ফেব্রæয়ারি) রাত ৯টার দিকে বিরিশিরি ময়মনসিংহ সড়কের পিসিনল স্কুল সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।



দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল ইসলাম খান জানান, পাথরবোঝাই একটি ট্রাক ময়মনসিংহের দিকে যাচ্ছিল। রাতে উক্ত স্থানে পৌঁছলে দুর্বৃত্তরা এতে পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে চালক আফজালসহ তার সহকারী দগ্ধ হন।

আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ০৪০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।