মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী মো. খসরুকে (৪৪ ) রিভলবার ও পাঁচ রাউন্ড গুলিসহ গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে শহরের থানারপুল এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
মুন্সীগঞ্জের সহকারী পুলিশ সুপার (এএসপি) সদর সার্কেল মো. এমদাদ হোসেন জানান, এদিন বিকেলে শহরের থানারপুল এলাকায় একটি সিএনজি স্কুটার থেকে খসরুকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি রিভলবার ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
বাংলাদেশ সময়: ০৪২৯ ঘন্টা, ১১ ফেব্রয়ারি, ২০১৫