রংপুর: রংপুর নগরীর ব্যস্ততম সুপার মার্কেটে ককটেলের বিস্ফোরণ করেছে দুর্বৃত্তরা।
রাত প্রায় সাড়ে নয়টার দিকে মার্কেটের ভেতরে ককটেল বিস্ফোরিত হলে ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মার্কেটের তৃতীয় তালা থেকে দুর্বৃত্তরা ককটেলটি নিচের দিকে ছুঁড়ে মারে। এতে কেউ আহত হয়নি। বিস্ফোরণের পর পুলিশ মার্কেটে তল্লাশি শুরু করলেও কাউকে আটক করতে পারেনি।
বাংলাদেশ সময়: ০৪৩১ ঘন্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫