ময়মনসিংহ: ময়মনসিংহের গৌরীপুরে বালুভর্তি ট্রাকে পেট্রোল বোমা ছুঁড়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার দিবাগত রাত ১২ টার দিকে স্থানীয় ভবানীপুর রেলক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে।
এ সময় আগুন থেকে বাঁচতে ট্রাক থেকে লাফিয়ে প্রাণে রক্ষা পান চালক আজিজুল হক (৪৫)। আগুনে ট্রাকের সামনের অংশ পুড়ে যায়।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী জানান, বালুভর্তি ট্রাকটি সিলেট যাচ্ছিল। এ সময় দুর্বৃত্তরা পেট্রোল বোমা ছুঁড়ে মারলে ট্রাকের চালক লাফিয়ে রক্ষা পান।
চালককে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ০৪৩৩ ঘন্টা ফেব্রুয়ারি ১১, ২০১৫