মেহেরপুর: মেহেরপুরের গাংনী উপজেলার চাঁদপুর গ্রাম আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর রবকে লক্ষ্য করে বোমা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।
আব্দুর রব পেশায় ডিশ ক্যাবল নেটওয়ার্ক ব্যবসায়ী।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯ টার দিকে এ বোমা হামলার ঘটনা ঘটে।
বোমা হামলায় আব্দুর রব অল্পের জন্য প্রাণে বেঁচে যান।
আব্দুর রব বাংলানিউজকে জানান, রাত সাড়ে ৯ টার দিকে টয়লেট সেরে ঘরে ওঠার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। উঠানে পৌঁছানো মাত্রই বাড়ির বাইরে একজনকে দেখতে পেয়ে ঘরে ওঠার চেষ্টা করছিলেন। এসময় তাকে লক্ষ্য করে হাতবোমা ছুঁড়ে মারে ওই দুর্বৃত্ত। বোমাটি তার নিকটে পড়তেই বিকট শব্দে বিস্ফোরিত হয়। সামান্যের জন্য প্রাণে বেঁচে যান তিনি।
তিনি আরো জানান, বিদেশে লোক পাঠানোকে কেন্দ্র করে একটি দল তাকে কয়েকদিন আগে থেকে বোমা মেরে হত্যার হুমকি দিয়েছে। তাদের দেওয়া হুমকির তিনদিন অতিবাহিত হলো। এর আগে ওই দলটি দু’দফা হামলা চালায়।
এদিকে বোমা হামলার পর পরই গ্রামবাসী বোমাবাজকে ধরতে গ্রামের মধ্যে খোঁজাখুজি শুরু করেন।
খবর পেয়ে স্থানীয় হেমায়েতপুর পুলিশ ক্যাম্পের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে বিস্ফোরিত বোমার আলামত সংগ্রহ করেন।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন বাংলানিউজকে জানান, বোমা হামলার ঘটনায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে খোঁজখবর নিচ্ছেন। বোমাবাজদের ধরতে পুলিশ এলাকার বিভিন্ন স্থানে তল্লাশি শুরু করেছেন।
বাংলাদেশ সময়: ০৫১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৫