ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

নজরুল বিশ্ববিদ্যালয়ে আগুনের সূত্রপাত জানা যায়নি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৫
নজরুল বিশ্ববিদ্যালয়ে আগুনের সূত্রপাত জানা যায়নি

ময়মনসিংহ: ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের চেয়ারম্যান সৈয়দ মামুন রেজার ব্যক্তিগত কক্ষে আগুন নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত দাবি করলেও এটি পরিকল্পিত কোনো নাশকতা কী না এ নিয়েও প্রশ্ন উঠেছে।



বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ৩ থেকে ৪ দিন আগে সৈয়দ মামুন রেজার কক্ষে আগুন লাগে। এ সময় কক্ষটি তালাবদ্ধ ছিল। মঙ্গলবার রাত ৯টার দিকে কক্ষটি খুললে তিনি আগুনের বিষয়টি টের পান।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ মামুন রেজা জানান, আমি নিয়মিত এ কক্ষে বসি না। ক’দিন আগে জানালা দিয়ে কে বা কারা হয়তো আগুন দিয়েছে। এতে জানালা, জানালার পর্দা ও ফাইল কেবিনেট পুড়েছে।

টেকনেশিয়ান জানিয়েছে এটা সর্ট সার্কিট না। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

তবে ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। এটা কোন নাশকতা নয়।

বাংলাদেশ সময়: ০৬০৩ ঘন্টা ফেব্রুয়ারি ১১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।