ঢাকা: ফেনীর দাগনভুঞায় যাত্রীবাহী বাসে পেট্রোল আহত একজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) স্থানান্তর করা হয়েছে। আহতের নাম রাখাল নাথ (৪৫)।
এই নিয়ে ঢামেক বার্ন ইউনিটে পেট্রোলে দগ্ধ রোগীর সংখ্যা দাঁড়াল ৬৩ জনে।
মঙ্গলবার দিবাগত রাত পৌনে ২টায় রাখাল নাথকে ঢামেক বার্ন ইউনিটে ভর্তি করা হয়। তার শরীরের ৮ ভাগ পুড়ে গেছে।
রাখাল নাথের খালাতো ভাই পলাশ ভৌমিক জানান, তার ভাই পেশায় বাসচালক। মঙ্গলবার ফেনী থেকে বাসে চড়ে বাড়িতে যাচ্ছিলেন তিনি। এসময় দুর্বৃত্তদের পেট্রোল বোমায় দগ্ধ হন তিনি।
বাংলাদেশ সময়: ০৬৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৫