ফেনী: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপালে স্টার লাইন পরিবহনের তিনটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
স্টার লাইন গ্রুপ ও পরিবহনের ডিরেক্টর মাইন উদ্দিন জানান, বাসগুলো টার্মিনালে দাঁড়ানো অবস্থায় কিছু দুর্বৃত্ত পেট্রোল ঢেলে দিয়ে আগুন ধরিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও ব্যাপক ক্ষতি হয়ে যায়।
ফেনীর মহিপাল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও পুলিশের উপ-পরিদর্শক সালেহ আহম্মদ পাঠান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
বাংলাদেশ সময়: ০৭১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৫