রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে অপহৃত সবুজ মিয়া (২৬) নামে এক ব্যবসায়ীকে সাভারের আশুলিয়া এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ।
(১০ ফেব্রুয়ারি) মঙ্গলবার রাত সোয়া ১০টার দিকে ওই ব্যবসায়ীকে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম।
এর আগে, দুপুর ১টায় উপজেলার কাঞ্চন পৌরসভার কালাদি এলাকা থেকে ব্যবসায়ী সবুজ মিয়াকে অপহরণ করা হয়।
অপহৃত সবুজ মিয়া ওই এলাকার দলিল লেখক সাত্তার মিয়ার ছেলে। তিনি আঁখি ক্যাবল নেটওয়ার্ক নামে একটি প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
অপহরণকারীদের আটকের চেষ্টা চলছে বলেও জানান ওসি।
বাংলাদেশ সময়: ০৭২৩ ফেব্রুয়ারী, ১১, ২০১৫