ঢাকা: “আমার বাবা বোমায় পোড়া, রাও (কথা বলা) করে না। প্রধানমন্ত্রীরে কইয়েন, বাবারো দেখতো।
বলছিলেন দেশব্যাপী বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অবরোধ-হরতালের নামে সহিংসতার শিকার ৭০ বছর বয়সী আবুল হাশেমের ছেলে শাজাহান।
২ ফেব্রুয়ারি সন্ধ্যায় গাজীপুরের শ্রীপুরে ময়মনসিংহগামী চলন্ত ট্রেনে দুর্বৃত্তদের ছোড়া পেট্রোল বোমায় দগ্ধ হন আবুল হাশেম। জীবন বাঁচাতে গায়ে আগুন নিয়েই চলন্ত ট্রেন থেকে লাফিয়ে পড়েন তিনি। গুরুতর আঘাত পান মাথায়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে। সবশেষ জায়গা হয় নিউরো সার্জন বিভাগে।
পেট্রোল বোমায় দগ্ধদের দেখতে বুধবার (১১ ফেব্রুয়ারি) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) বার্ন ইউনিটে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আবুল হাশেমের ছেলে শাজাহান জানান, তাদের বাড়ি ময়মনসিংহ জেলার নান্দাইল থানার কাজিরপুর গ্রামে।
ফেব্রুয়ারি গাজীপুরের জয়দেবপুরে ভাতিজার কাছে ধান কেনার জন্য টাকা আনতে যান তার বাবা। টাকা নিয়ে ট্রেনে করে বাড়ি ফেরার পথে পেট্রোল বোমা হামলার শিকার হন তিনি। ঘটনার পর থেকে তার বাবা কথা বলতে পারছেন না।
বার্ন ইউনটের আবাসিক সার্জন পার্থ শঙ্কর পাল জানান, আবুল হাশেমের মাথা ও ঘাড় পুড়ে গেছে। ট্রেন থেকে নামার সময় মাথায়ও গুরুতর আঘাত পেয়েছেন তিনি।
বাংলাদেশ সময়: ০৯১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৫