মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের মুক্তারপুর এলাকার ধলেশ্বরী নদীতে পাতারহাট-৪ নামে যাত্রীবাহী একটি লঞ্চ থেকে ৩৫ মণ জাটকা জব্দ করেছে পুলিশ।
বুধবার সকাল সাড়ে ৬টার দিকে অভিযান চালিয়ে জাটকাগুলো জব্দ করা হয়।
মুক্তারপুর নৌ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো.
মোশারফ হোসেন জানান, দক্ষিণাঞ্চল থেকে ঢাকাগামী এমভি পাতারহাট-৪ নামে যাত্রীবাহী একটি লঞ্চে অভিযান চালানো হয়। এ সময় লঞ্চের ভেতরে একাধিক ঝুড়ি ও ড্রামে থাকা ৩৫ মণ জাটকা উদ্ধার করা হয়।
পরে সদর উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাজাদা খসরুর কাছে জাটকাগুলো হস্তান্তর করা হয়।
সদর উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাজাদা খসরু জানান, বুধবার সকাল ৮টার দিকে জাটকাগুলো সদর উপজেলার বিভিন্ন মাদ্রাসা ও দরিদ্র মানুষের মাঝে বিলিয়ে দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ০৯২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৫