ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে প্রধানমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৫
ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে প্রধানমন্ত্রী

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পৌঁছেছেন।

বুধবার সকাল নয়টা ৩৫ মিনিটে তিনি সেখানে পৌঁছান।



এখানে তিনি বার্ন ইউনিটে ভর্তি অগ্নিদগ্ধদের পরিদর্শন করবেন এবং তাদের প্রত্যেককে ১০ লাখ টাকা করে আর্থিক সহযোগিতা দেবেন।

ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে বর্তমানে ৬৩ জন চিকিৎসাধীন রয়েছেন। এদের বেশির ভাগের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

অগ্নিদগ্ধদের মধ্যে বাস এবং ট্রাক ড্রাইভার, হেলপার ও সাধারণ যাত্রীরা রয়েছেন।

এ বছরের ৫ জানুয়ারি বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট ‘গণতন্ত্র হত্যা দিবস’ কর্মসূচি পালনে বাধা পেয়ে অনির্দিষ্টকালের অবরোধের ডাক দেয়। পরে অবরোধ ও হরতাল কর্মসূচিতে যানবাহন চলাচলে বাধা দিতে ছুড়ে মারা পেট্রোল বোমায় এ পর্যন্ত অর্ধশতাধিক মানুষের প্রাণহানি ঘটেছে। আর শুধুমাত্র ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটেই বর্তমানে ভর্তি রয়েছেন ৬৩ জন।

এ ছাড়া রেলপথে ফিসপ্লেট উপড়ে ফেলা ফেলা হয়েছে। এতে করে ট্রেনের লাইনচ্যুতির ঘটনাও ঘটেছে।

বাংলাদেশ সময়: ০৯৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৫/আপডেটেড: ১০১৩ ঘণ্টা

** ‘প্রধানমন্ত্রীরে কইয়েন, বাবারো দেখতো’

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।