ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

বিমানবন্দরে রাইস কুকার থেকে দুই কেজি সোনা জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৫
বিমানবন্দরে রাইস কুকার থেকে দুই কেজি সোনা জব্দ ফাইল ফটো

ঢাকা: ঢাকা হযরত (র.) শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মালয়েশিয়া থেকে আসা একযাত্রীর রাইস কুকার থেকে দুই কেজি গলানো সোনা জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ।

বুধবার সকাল সাড়ে আটটার দিকে এ সোনা জব্দ করা হয়।



এ সময় সোনা পাচারের অভিযোগে কুয়ালালামপুর থেকে ছেড়ে আসা বিজি কুয়ালালামপুর বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের যাত্রী মিন্টুকে (৩৬) আটক করা হয়েছে।
 
ওই যাত্রী রাইস কুকারে করে দুই কেজি গলানো সোনা অবৈধভাবে সঙ্গে এনেছিলেন। তার বাড়ি কুমিল্লা জেলায়।

বিমান বন্দর কাস্টমসের যুগ্মকমিশনার কাজী মোহাম্মদ জিয়াউদ্দিন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মিন্টু নামে ওই যাত্রী গ্রিন চ্যানেলে আসলে তার আচরণ সন্দেহজনক মনে হয়। এ সময় স্ক্যান করা হলে তার সঙ্গে থাকা রাইস কুকারে দুই কেজি গলানো সোনা শনাক্ত হয়। এরপর তা জব্দ করে তাকে আটক করা হয়। জব্দ সোনার আনুমানিক মূল্য এক কোটি টাকা।

তিনি জানান, আটক যাত্রী মিন্টুকে বিমানবন্দর থানায় সোপর্দ করা হবে।

বাংলাদেশ সময়: ০৯৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।