ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

সাঁথিয়ায় ট্রাক-নসিমন সংঘর্ষে নিহত ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৫
সাঁথিয়ায় ট্রাক-নসিমন সংঘর্ষে নিহত ৩ ছবি: প্রতীকী

পাবনা: পাবনার সাঁথিয়া উপজেলার আমিনপুর থানার আহম্মদপুর এলাকায় ট্রাক ও শ্যালো ইঞ্জিন চালিত নসিমনের সংঘর্ষে তিনজন নিহত ও চারজন আহত হয়েছেন।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে সময় পাবনা-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।



নিহতরা হলেন-রানা (১৮), আহসান মহুরী (৬০) ও রুনা (১৮)।

আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন সরকার বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, সকালে রসুন বোঝাই একটি ট্রাক পাবনা থেকে ঢাকা যাচ্ছিল। পথে আহম্মদপুর এলাকায় ওই ট্রাক ও একটি নসিমনের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নসিমনের ওই তিন যাত্রী মারা যান। এ দুর্ঘটনায় আহত হন নসিমনের অপর চার যাত্রী।

আহতদের পাশের বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

তিনি আরো জানান, ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। তবে দুর্ঘটনার পরপর চালক পালিয়ে গেছে।

বাংলাদেশ সময়: ১০০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।