ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুর উপজেলার লেবুতলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আমিনুর রহমান (২৮) ও ফয়েজ আহম্মেদ ফয়জাল (৩২) নামে দুই বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত হয়েছেন।
এ সময় মহেশপুর উপজেলার শ্যামকুড় গ্রামের আব্দুল কাসেম নামে আরো এক গরু ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছেন।
বুধবার (১১ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার লেবুতলা সীমান্তে এ ঘটনা ঘটে।
নিহত গরু ব্যবসায়ীরা হলেন- মহেশপুর উপজেলার জুলুলী গ্রামের মিয়ারাজ উদ্দীনের ছেলে আমিনুর রহমান ও একই উপজেলার লেবুতলা গ্রামের মৃত শাহাদত হোসেনের ছেলে ফয়েজ আহম্মেদ।
মহেশপুর উপজেলার জুলুলী বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কমান্ডার সুবেদর জাহাঙ্গীর বাংলানিউজকে জানান, বুধবার রাতে কয়েকজন গরু ব্যবসায়ী ভারতে গরু আনতে যান। ভোর পাঁচটার দিকে তারা কাঁটাতারের বেড়া কেটে গরু আনছিলেন।
এ সময় ভারতের উত্তর চব্বিশ পরগোনার কাশিপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে দুই বাংলাদেশি গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান ও একজন গুলিবিদ্ধ হয়ে আহত হন।
তিনি আরো জানান, নিহত দুইজনের মৃতদেহ ভারত ভু-খণ্ডে পড়ে রয়েছে। মৃতদেহ ফেরত আনতে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।
এ বিষয়ে মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাসিমা বেগম বাংলানিউজকে জানান, লেবুতলা সীমান্তে দুইজনের গুলিবিদ্ধ মৃতদেহ পড়ে থাকার কথা তিনি স্থানীয় ইউপি চেয়ারম্যান আজিজুর রহমানের মাধ্যমে জানতে পেরেছেন।
বাংলাদেশ সময়: ১০১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৫