ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

আশুলিয়ায় ঝুট ব্যবসায়ীকে কুপিয়ে জখম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৫
আশুলিয়ায় ঝুট ব্যবসায়ীকে কুপিয়ে জখম ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাভার (ঢাকা) : পূর্ব শক্রতার জের ধরে সাভারের আশুলিয়ায় এক ঝুট ব্যবসায়ীকে এলোপাথারি কুপিয়ে জখম করেছে স্থানীয় এক ইউপি সদস্য ও তার লোকজন। আহত ঝুট ব্যবসায়ীর নাম বাপ্পী মিয়া।

আশঙ্কাজনক অবস্থায় তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

 মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দিনগত রাতে আশুলিয়ার কাইচাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আশুলিয়ার কাইচাবাড়ী এলাকার ফোর এ ইয়ার্ন ডাইং লিমিটেডের ঝুট ব্যবসায়ী বাপ্পী মিয়া রাতে কাইচাবাড়ী এলাকায় একটি চায়ের দোকানে বসে গল্প করছিলেন। এসময় ধামসোনা ইউনিয়নের আট নম্বর ওয়ার্ড মেম্বার হালিম চৌধুরী ও তার লোকাজন ধারালো অন্ত্র ও লাঠি সোটা নিয়ে ঝুট ব্যবসায়ী বাপ্পীকে এলোপাথারী কুপিয়ে আহত করেন। পরে সেখানে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে পালিয়ে যায় তারা।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ওই ঝুট ব্যবসায়ীকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এদিকে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এ বিষয়ে জানতে হালিম মেম্বারের সঙ্গে মোবাইল ফোনে একাধিক বার যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বাংলানিউজকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময় : ১০১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।